নতুন ভূমিকায় সানিয়া মির্জা, মহিলা আইপিএলে আরসিবি দলে যোগ দিলেন তিনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা সদ্য নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন। তাঁর দীর্ঘ সফল টেনিস কেরিয়ারের পর এবার তিনি নিতে চলেছেন নতুন চ্যালেঞ্জ। টেনিস নয় এবার তাঁকে দেখা যাবে ক্রিকেট মাঠে। তবে ব্যাট হাতে নয় সানিয়া কাজ করবেন পরামর্শদাতা হিসাবে।
রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে পরামর্শদাতা হিসাবে যোগ দেওয়ার পর সানিয়া মির্জা বলেন, "আরসিবি মহিলা দলের মেন্টর হিসাবে যোগ দিতে পারায় আমি অত্যন্ত আনন্দিত।"
৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সানিয়া আরও জানিয়েছেন, "মহিলা প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় ভারতীয় মহিলাদের ক্রিকেটে আমুল পরিবর্তন এসেছে এবং আমি মুখিয়ে রয়েছি এই বৈপ্লবিক ঘটনার একটি অংশ হয়ে ওঠার জন্য।"
প্রথম মহিলা আইপিএল নিলামে আরসিবি দল মোট ১৮ জন ক্রিকেটারকে কিনেছেন। যার মধ্যে রয়েছেন স্মৃতি মন্ধনা, এল্লিস পেরি, মেগান স্কাট, সোফি ডিভাইনদের মতো তারকা মহিলা ক্রিকেটাররা। এবার সানিয়া মির্জার এই দলের অন্তর্ভুক্তি স্বাভাবিক ভাবেই আরসিবি দলের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে। তিনি ক্রিকেটার না হলেও তাঁর এতো বছরের ক্রীড়া অভিজ্ঞতা বিশেষ ভাবে উজ্জীবিত করবে ব্যাঙ্গালোরের মহিলা ক্রিকেটারদের।