৮৩ বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি নিয়ে আবেগঘন বার্তা লিখলেন শচীন তেন্ডুলকর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজ যে জায়গায় ভারতীয় ক্রিকেট রয়েছে, তার একটি মুখ্য কারণ হল ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়। আজকের দিনে, ৩৯ বছর আগে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত।
আর সেই বিশ্বকাপ জয়ে সকল দেশবাসীর মত আনন্দে মজেছিলেন মুম্বইয়ের এক ছোট্ট শিশু, যিনি আগামী দিনে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে রাজ করেছেন। তার নাম শচীন তেন্ডুলকর। এবং এই বিশ্বকাপ জয় শচীনকে ক্রিকেটে আসতে অনুপ্রেরিত করেছিল, তা তিনি আগেও উল্লেখ করেছেন।
এবার এই বিশ্বজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি আবেগঘন লেখা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শচীন। সেখানে তিনি কপিল দেবের বিশ্বকাপ ধরে থাকার সেই আইকনিক ছবি এবং কবির খান পরিচালিত ৮৩ সিনেমার একটি অংশের স্ক্রিনশট তুলে শেয়ার করেছেন।
সেই ছবির ক্যাপশনে শচীন লিখেছেন, "জীবনের কিছু মুহুর্ত আপনাকে অনুপ্রেরিত করে এবং আপনাকে স্বপ্ন দেখাতে শেখায়। ১৯৮৩ সালে আজকের দিনে, আমরা প্রথমবার বিশ্বকাপ জিতেছিলাম। সেই মুহুর্ত থেকে আমি জানতাম, আমাকেও এটি করতে হবে।"
শচীন নিজের দীর্ঘ কেরিয়ারে মোট ছয়টি বিশ্বকাপ জিতেছিলেন, কিন্তু নিজের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিলেন ২০১১ সালে, যেখানে ভারত ২৮ বছর পর বিশ্বজয় করেছিল।