রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়িকা হলেন স্মৃতি মান্ধানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঘোষণা করে, আসন্ন উদ্বোধনী মহিলা প্রিমিয়ার লিগে দলের অধিনায়িকা হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা।
সদ্য মহিলা আইপিএল নিলামে সর্বাধিক দাম পেয়েছিলেন স্মৃতি। ৩.৪০ কোটি টাকায় এই বাঁ হাতি ব্যাটারকে কিনেছিল আরসিবি। স্বাভাবিকভাবেই, দলের অধিনায়িক হিসেবে নিযুক্ত হয়েছেন স্মৃতি।
আর এই ঘোষণা করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পুরুষ দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস।
অধিনায়িকার দায়িত্ব পেয়ে আপ্লুত স্মৃতি মান্ধানা বলেছেন, "খুবই ভালো অনুভূতি যে বিরাট ও ফাফ আরসিবিকে নেতৃত্ব দেওয়া নিয়ে এত কিছু বলেছেন, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আরসিবি ম্যানেজমেন্টকে এই দুর্দান্ত সুযোগ দেওয়ার জন্য। আমি মুখিয়ে রয়েছি আপনাদের মত সমর্থকদের থেকে ভালোবাসা ও সমর্থন পাওয়ার জন্য, যা আমায় বলা হয়েছে বিশ্বের সেরা। আমি প্রতিজ্ঞা করছি নিজের শতভাগ দেব মহিলা প্রিমিয়ার লিগে আরসিবিকে নেতৃত্ব দেওয়ার জন্য।"
মহিলা টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে স্মৃতি ১২৩.১৯ স্ট্রাইক রেটে ২৭.১৫ গড়ে ১১৩টি ম্যাচে ২৬৬১ রান করেছেন। মহিলা আইপিএলের আগেও স্মৃতি একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। মহিলা বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও সিডনি থান্ডার, কিয়া সুপার লিগে ওয়েস্টার্ন স্টর্ম এবং দ্য হান্ড্রেডে সাদার্ন ব্রেভের হয়ে খেলেছেন স্মৃতি।