প্রস্তুতি ম্যাচে নিজের দেশের অধিনায়ককে যন্ত্রণা দিলেন জসপ্রীত বুমরাহ, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারত। এবং যাতে ভারতীয় দলের প্রত্যেকে সুযোগ পায়, সে কারণে লেস্টারশায়ারের হয়ে খেলছেন জসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, ঋষভ পন্থ ও চেতেশ্বর পুজারা।
আর প্রথম দিনেই বেশ চমকপ্রদ দৃশ্য দেখা গিয়েছে। ব্যাট করছিলেন বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা, আর বল হাতে এগিয়ে আসছিলেন বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। আর এই লড়াইটি বেশ পছন্দ করছিলেন সম্প্রচারে ম্যাচ দেখা দর্শকরা।
তবে এই লড়াইয়ে নিজের দেশের অধিনায়ক রোহিতকে অস্বস্তিতে ফেলে দেন বুমরাহ। বুমরাহের একটি কাটার ডেলিভারি সজোরে কুঁচকিতে লাগে রোহিতের, যার পর বেশ ব্যাথা অনুভব করেন ভারতীয় অধিনায়ক।
এরপর রোহিতকে বেশ কিছু সময় নিতে দেখা যায় ঠিক হতে। এবং পুনরায় ব্যাটিং করা শুরু করেন। কিন্তু রোমান ওয়াকারের বল পুল শট মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন রোহিত, ব্যক্তিগত ২৫ রান করে আউট হন।