একেই বলে মাটির মানুষ! নিলামে ৮০ লক্ষ টাকা পেয়ে এমন পরিকল্পনা করেন রিঙ্কু সিং, জেনে নিন…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে ফিরে আসার লড়াইয়ের নতুন নাম হয়ে উঠেছে রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের এই ক্রিকেটার ৫ বছর অপেক্ষা করার পর অবশেষে নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। গত সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে কলকাতাকে জেতান রিঙ্কু।
সদ্য আইপিএল নিলামে ৮০ লক্ষ টাকা দিয়ে রিঙ্কুকে আবারও কেনা নিয়ে প্রচুর সমালোচনা উঠেছিল কলকাতা নাইট রাইডার্সের উপর। কিন্তু এই ৮০ লক্ষ টাকা পেয়ে কি করেছিলেন রিঙ্কু? জানলে ওনার প্রতি আপনার সম্মান আরও বাড়বে।
সদ্য এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে, রিঙ্কু জানিয়েছিলেন যে তিনি আশাই করেননি এত টাকা পাবেন, বরং কেবল আশা করেছিলেন বেস প্রাইসে চুক্তি পাবেন।
এই নিয়ে রিঙ্কু বলেন, "আমি ভেবেছিলাম আমায় বেস প্রাইসে বাছা হবে নিলামে, কিন্তু আমায় ৮০ লক্ষ টাকা দিয়ে বাছা হয়েছে। প্রথম চিন্তা আমার মাথায় এসেছিল যে, আমি এটা দিয়ে আমার বড় দাদার বিয়েতে খরচ করতে পারব, এবং আমার বোনের বিয়ের জন্যও বাঁচিয়ে রাখব।"
সত্যিই, এমনই মাটির মানুষ রিঙ্কু সিং। ২৪ বছরের এই উত্তর প্রদেশের ক্রিকেটার বুঝিয়ে দিয়েছেন, এই আইপিএলে তিনিও বড় অবদান রাখতে পারেন।