করোনায় আক্রান্ত আরসিবির ভরসা দেবদত্ত পাডিক্কাল, খেলবেন না এই সংখ্যক ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও করোনার ধাক্কা এল আইপিএলে। নীতিশ রানা ও অক্ষর প্যাটেলের পর এবার করোনায় আক্রান্ত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা তথা তরুণ ওপেনার দেবদত্ত পাডিক্কাল। শনিবার, দেবদত্ত পাডিক্কালের রিপোর্ট পজিটিভ এসেছে।
আর এর জেরে কর্নাটকের এই তরুণ ব্যাটসম্যান আইসোলেশনে রয়েছে। এর ফলে উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তো বটেই, এর পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা অনিশ্চিত হয়ে গেল পাডিক্কালের।
গত আইপিএলে আরসিবির ওপেনিংয়ে অন্যতম বড় ভরসা ছিলেন পাডিক্কাল। নিজের প্রথম আইপিএলে ৪০০ এর বেশি রান করেছিলেন তিনি, এবং আরসিবিকে প্লে অফসে ওঠাতে বড় ভূমিকা নিয়েছেন। সদ্য বিজয় হাজারে ট্রফিতে ৭০০ এর বেশি রান করেছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। ফলে এই খবর নিঃসন্দেহে আরসিবির কাছে বড় ধাক্কা।