শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে এই দল নামাতে পারে ২০২৪ আইপিএলের 'লাস্ট বয়' আরসিবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ আইপিএলের শেষ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। আইপিএলের নক আউট পর্যায় যাওয়ার জন্য প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ কোহলি-ডুপ্লেসিসের দলের জন্য। সোমবার ঘরের মাঠে আরসিবি মুখোমুখি হবে শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এই মুহূর্তে ৫ ম্যাচে ৩টি জিতে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ।
এর আগে মোট ২২ বার একে অপরের মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। যার মধ্যে ১০টি ম্যাচ জিতেছে বিরাট কোহলির দল। অন্যদিকে ১১ বার জয়ী হয়েছে হায়দরাবাদ।
অন্যদিকে বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামীতে ৭ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৫ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ফাফ ডুপ্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, উইল জ্যাকস, রজত পতীদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক, ময়ঙ্ক ডাগর, বিজয়কুমার বৈশক, রীস টোপলে, যশ দয়াল