এই খেলোয়াড়কে পেয়ে RCB এর কাছে রয়েছে আইপিএল জয়ের চাবিকাঠি!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শনিবার দিল্লি ক্যাপিটালসকে মুম্বই ইন্ডিয়ান্স হারানোয় প্লেঅফসে যোগ্যতা অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং এর জেরে প্রথমবার খেতাব জেতার আশা জেগেছে আরসিবির।
তবে প্লে অফসের লড়াইয়ে আরসিবির সামনে রয়েছে শক্তিশালী লখনউ সুপার জায়ান্টস। আর সেই ম্যাচ জিতলে তারপর গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালসের পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হবে। সেই ম্যাচ জিতলেই তবে ফাইনাল খেলবে আরসিবি।
কিন্তু বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিসের আরসিবি দলে এমন একজন খেলোয়াড় রয়েছেন, যার জন্য আইপিএল জিততে পারে আরসিবি। এবং আশ্চর্যজনকভাবে, এই খেলোয়াড় এবারের আইপিএলে একটিও ম্যাচ পাননি।
এই খেলোয়াড় হলেন কর্ণ শর্মা। এই স্পিনার অলরাউন্ডার আইপিএল ও ঘরোয়া সার্কিটে অভিজ্ঞতাসম্পন্ন হলেও তার বিশেষত্ত্ব হল, একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে জিতেছেন খেতাব। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ, ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২০১৮ ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জেতেন কর্ণ।
ফলে লাকি চার্ম হিসেবে কর্ণ শর্মার থাকাটা আরসিবির জন্য ভাল হতেই পারে। গত আইপিএল মেগা নিলামে ৫০ লক্ষ টাকা দিয়ে আরসিবি কেনে কর্ণ শর্মাকে।