জস দ্য বস! বাটলার ঝড়ে আশাভঙ্গ আরসিবির! ফাইনালে রাজস্থান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আশা শেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের! রাজস্থান রয়্যালসের দাপটে কার্যত উড়ে গেল আরসিবি। বোলিং ও ব্যাটিংয়ে মাথা তুলে দাঁড়ানোর সুযোগই পাননি কোহলি-হাসরঙ্গারা। আর এর জেরে কোয়ালিফায়ার ২ তেই শেষ হল আরসিবির আইপিএল ২০২২ যাত্রা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বিরাট কোহলি (৭) ও ফাফ ডু প্লেসিসের (২৫) এর উইকেট হারায় আরসিবি। ঝড় তুললেও সেটিকে বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হন গ্লেন ম্যাক্সওয়েল (২৪)।
একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান গত ম্যাচের নায়ক রজত পাতিদার। ৪২ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন রজত। কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মত কেউ ছিল না। দীনেশ কার্তিকও (৬) ব্যর্থ হন।
বোলিংয়ে চমৎকার পারফর্ম করেন দুই পেসার প্রসিধ কৃষ্ণা ও ওবেদ ম্যাককয়, দুজনেই ৬ এর কম ইকোনমি রেটে তিনটি করে উইকেট নেন। তবে প্রচুর রান দিয়ে বসেন যুজবেন্দ্র চাহাল (০-৪৮)। আর এর জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে ১৫৭-৮ তোলে।
জবাবে ঝোড়ো শুরু করেন যশস্বী জয়সওয়াল (২১) ও জস বাটলার। এরপর সঞ্জু স্যামসন ও দেবদত্ত পাডিক্কালকে নিয়ে কাজ চালিয়ে যান জস বাটলার। মাত্র ৫৯ বলে চলতি আইপিএলের চতুর্থ শতরান হাঁকেন ইংরেজ এই কিপার-ব্যাটার। ১০টি চার ও ৬টি ছয় মারেন তিনি। শেষ অবধি ১০৬ রানে অপরাজিত থেকে রাজস্থানকে ফাইনালে তোলেন বাটলার।
বোলিংয়ে একা জস হেজলউড (২-২৩) ছাড়া সেভাবে কেউ চাপ তৈরি করতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ইকোনমিক হলেও কোনও লাভ হয়নি। ওয়ানিন্দু হাসরঙ্গা চাপ তৈরি করলেও শেষ ওভারে মার খান। আর এর জেরে ১১ বল বাকি থাকতে সাত উইকেটে জেতে রাজস্থান।