কার্তিক ত্যাগীর 'অনবদ্য' ওভারে জেতা ম্যাচ ফেলে দিয়ে আসল পাঞ্জাব কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তরুণ পেসার কার্তিক ত্যাগীকে নিয়ে সেভাবে আলোচনা না হলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ওভারে যা করলেন তিনি, তা সত্যিই অনবদ্য। শেষ ওভারে পাঞ্জাবের জেতার জন্য দরকার মাত্র চার রান, হাতে আট উইকেট। ক্রিজে সেট হওয়া দুই আন্তর্জাতিক তারকা এইডেন মার্করাম ও নিকোলাস পুরান।
কিন্তু শেষ ওভারে দায়িত্ব নিয়ে মাত্র এক রান দিলেন ত্যাগী, এবং তুলে নেন পুরান ও দীপক হুডাকে। আর এর জেরে হেরে যাওয়া ম্যাচ দুই রানে জিতে নেয় রাজস্থান রয়্যালস। ১৫ বলে ১০ রান বাকি ছিল পাঞ্জাবের, সেখান থেকে এমন হার, ভীষণই কষ্ট দেবে কে এল রাহুলদের।
টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক রাহুল। যশস্বী জয়সওয়াল (৪৯) ও এভিন লুইস (৩৬) দারুণ শুরু দেন রাজস্থানকে, অর্ধশতরানের পার্টনারশিপ ওঠে ওপেনিংয়ে। এরপর লিয়াম লিভিংস্টোন (২৫) ও মহিপাল লোমরোর (৪৩) এর ঝোড়ো ব্যাটিংয়ে মনে হয়েছিল, ২০০ পার করবে রাজস্থান।
কিন্তু তরুণ পেসার আর্শদীপ সিং দারুণ বোলিং করেন অন্তিম ওভারগুলিতে। শেষ পাঁচ ওভারে রাজস্থান মাত্র ১৯ রান করতে পেরেছিল। তরুণ আর্শদীপ ৩২ রান দিয়ে পাঁচ উইকেট তোলেন। আর এর জেরে ১৮৫ রানে অল আউট হয় রাজস্থান।
জবাবে দারুণ শুরু করে পাঞ্জাব। কে এল রাহুল তিনবার জীবন পেয়েও নিজের অর্ধশতরান পূরণ করতে ব্যর্থ হন, তবে মায়াঙ্ক আগরওয়াল (৬৭) এর সাথে শতরানের ওপেনিং পার্টনারশিপ করেন রাহুল। এরপর এইডেন মার্করাম (অপরাজিত ২৬) ও নিকোলাস পুরান (৩২) বেশ ভালোভাবে খেলাটিকে ধরে নিয়েছিলেন। কিন্তু শেষের দিকে মুস্তাফিজুর রহমান ও কার্তিক ত্যাগীর অন্তিম দুই ওভারেই ম্যাচ হেরে যায় পাঞ্জাব।