ধোনির অবসরের খবর শুনেই কেঁদে ফেলেছিলেন সুরেশ রায়না!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৪ সালের ৩০ ডিসেম্বর একটি সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। সেই তারিখে সকলকে অবাক করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি ড্র হওয়ার পর এই সিদ্ধান্ত আসে। এবং সেই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ধোনির এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রবি শাস্ত্রী।
আর এই বিশেষ মুহুর্তের কথা শেয়ার করেছেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এক সাক্ষাৎকারে অক্ষর জানিয়েছেন, এই সিদ্ধান্তের খবর শুনে কেঁদে ফেলেছিলেন ধোনির প্রিয় বন্ধু সুরেশ রায়না। সেই সফরটি ছিল অক্ষরের টিম ইন্ডিয়ার হয়ে প্রথম সফর।
এই নিয়ে অক্ষর বলেছেন, "পরের দিন উনি নিজেই ঘোষণা করেছেন, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের সন্ধ্যেবেলায়। পুরো পরিবেশ বদলে গিয়েছিল। প্রত্যেকে চুপ ছিল আর রবি ভাই বৈঠক ডাকলেন। 'সবাই শোনো, আমাদের একটি ঘোষণা করতে হবে। মাহি অবসর নিচ্ছে।'"
এরপর অক্ষর বলেন, "রায়না কাঁদতে শুরু করেন। আমি ভাবছি, 'কি হল হঠাৎ? আমার চারপাশে প্রত্যেকের চোখে জল। আমি যেন অন্য দুনিয়ায় ছিলাম, 'কি হল হঠাৎ? কি হচ্ছে?'"
কিন্তু সেই মুহুর্তে তরুণ অক্ষরের সাথে মজা করা ছাড়েননি ধোনি। মজা করে মাহি বলেছিলেন, অক্ষর এসেই তাকে অবসর করিয়ে দিলেন। এই নিয়ে অক্ষর বলেছেন, "আমি জানিও না কি বলতে হবে। প্রথমবার আমি মাহি ভাইয়ের সাথে আলাপ করেছিলাম। কিন্তু আমি কিছু বলার আগেই, উনি বলেছিলেন, 'বাপু (অক্ষরের ডাকনাম), তুমি এসেছ আর আমায় ছাড়িয়ে দিয়েছ?' আমি ভাবছি, 'আমি কি করলাম?' তারপর আমারও চোখে চল এল। আমি সবে এসেছি আর উনি চলে যাচ্ছেন। তখন উনি আমায় বলেন এ উনি মজা করছিলেন এবং আমায় জড়িয়ে ধরেন।"