ভুল পরিকল্পনা ও ভাগ্যের পরিহাসে হার কলকাতার, রোমহর্ষক জয় তুলে নিল পাঞ্জাব কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কেকেআর ফিরল কেকেআরেই। দিল্লি ক্যাপিটালসের মত শক্তিশালী দলকে হারিয়ে দারুণ মোমেন্টাম পাওয়া কলকাতা আবারও নিজেদের রাস্তা কঠিন করে ফেলল পাঞ্জাবের কাছে হেরে। সৌজন্যে ম্যানেজমেন্টের ভুলভাল পরিকল্পনা ও ভাগ্যের নিদারুণ পরিহাস। তবে শেষ অবধি লড়াই চালিয়ে প্লে অফের দৌড়ে থাকল পাঞ্জাব।
প্রথমে ব্যাট করে কেকেআর ২০ ওভারে ১৬৫/৭ তুলতে পারে, সৌজন্যে ভেঙ্কটেশ আইয়ারের অসাধারণ অর্ধশতরান। প্রথম আইপিএলেই নিজের প্রতিভা চেনাচ্ছেন এই অলরাউন্ডার, ৪৯ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া রাহুল ত্রিপাঠী (৩৪) ও শেষের দিকে নীতিশ রানা (৩১) এর ইনিংসের জেরে বড় রানে পৌঁছয় কেকেআর। পাঞ্জাবের হয়ে আবারও চমৎকার বোলিং করেন রবি বিষ্ণোই (২-২২) ও আরশদীপ সিং (৩-৩২)।
জবাবে ওপেনিংয়ে দারুণ ব্যাটিং করে পাঞ্জাব। কে এল রাহুল একদিকে ধরে খেলছিলেন, অন্যপ্রান্ত থেকে ঝড় শুরু করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল (৪০)। প্রথম উইকেটে ৭০ তোলার পর নিয়মিত হারে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। তবে কে এল রাহুল দায়িত্ব নিয়ে একপ্রান্ত ধরেছিলেন। শেষে শাহরুখ খানের ক্যামিওতে ম্যাচ বার করে নেয় পাঞ্জাব।
তবে বেশ কিছু হতাশাজনক ক্যাচ মিস ও একটি ক্যাচ আম্পায়ারের নট আউট দেওয়াটা কিছুটা কলকাতার বিপরীতে গিয়েছে। তবে বোলিং একেবারেই ভালো হয়নি নাইটদের। টিম সাউদি ও শিবম মাভি সেভাবে চাপ তৈরি করতে পারেননি, বল হাতে মার খান ভেঙ্কটেশ আইয়ারও। কেবল বরুণ চক্রবর্তী (২-২৪) কিছুটা হাল সামলেছিলেন।
আর এই হারের জেরে কলকাতা কিছুটা চাপে পড়ে গেল, যদিও নেট রান রেটের জেরে চতুর্থ স্থানেই রয়েছে কলকাতা। এদিকে এই জয়ের জেরে মুম্বই ইন্ডিয়ান্সকে টকে পঞ্চম স্থানে উঠে এল পাঞ্জাব কিংস, যদিও মুম্বইয়ের থেকে এক ম্যাচ বেশি খেলেছে পাঞ্জাব।