আইপিএল থেকে অবসর কিরন পোলার্ডের, নিলেন নতুন দায়িত্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ইতিহাসের অন্যতম সফল এবং আলোচিত বিদেশি ক্রিকেটার কিরন পোলার্ডকে আইপিএলের ম্যাচগুলিতে আর ব্যাট হাতে চার ছয় মারতে কিংবা বল হাতে উইকেট নিতে দেখা যাবে না। ১৩ বছর আইপিএল খেলার পর পোলার্ড আইপিএল থেকে অবসর নিলেন ।
৫ বারের আইপিএল জয়ী পোলার্ড অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্স দলে তাঁর আর স্থান নেই দেখে। মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে ভবিষ্যতের কথা ভেবে দল সাজাচ্ছে। সেই কারণে বহু তারকা ক্রিকেটারকে আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান দলের হয়ে আর খেলতে দেখা যাবে না।
পোলার্ড জানিয়েছেন যে তিনি তাঁর আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স এর প্রতি অত্যন্ত অনুগত, তাই মুম্বাইয়ের হয়ে না খেললে তিনি অন্য কোনো দলের হয়েই খেলবেন না।
তবে এবার নতুন দায়িত্বে দেখা যাবে পোলার্ডকে। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসাবে নতুন যাত্রা শুরু পোলার্ডের। পোলার্ড জানিয়েছেন যে তাঁর জন্য এটি খুবই সহজ একটি সিদ্ধান্ত। মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি কোনোভাবেই খেলতে পারতেন না।
পোলার্ডের এই সিদ্ধান্তের পর মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারে পোলার্ডের ছবি রাখে।