বড় ধাক্কা KKR এর! চোটের জেরে আইপিএল ২০২২ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ গ্রুপ পর্বে বড় ধাক্কা পেল কলকাতা নাইট রাইডার্স। পশ্চাদদেশে চোটের জন্য ছিটকে গেলেন তারকা অজি ক্রিকেটার প্যাট কামিন্স।
শুক্রবার cricket.com.au এর রিপোর্ট অনুযায়ী, চোটের কারণে সিডনিতে ফিরে আসতে চলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। এর ফলে আইপিএল ২০২২ এর বাকি ম্যাচগুলি খেলবেন না কামিন্স, এমনটাই বলা যায়।
চলতি আইপিএলে প্যাট কামিন্সের ফর্ম তেমন ধারাবাহিক ছিল না নাইটদের জন্য। প্রথম ম্যাচে ১৪ বলে অর্ধশতরান করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জেতান কামিন্স। কিন্তু তারপর বোলিংয়ে দিশেহারা অবস্থা হয় তারকা পেসারের, যার ফলে চার ম্যাচ বসতে হয় কামিন্সকে।
তবে মুম্বইয়ের বিরুদ্ধে ফিরতি লেগে কামব্যাক করে ২২ রানে তিন উইকেট নেন কামিন্স। যখন মনে হচ্ছিল কামিন্স ফর্মে ফিরেছেন, তখনই চোটের কারণে ছিটকে যেতে হল। এবং নিঃসন্দেহে এটি মাথায় ভাঁজ ফেলবে নাইটদের, যেহেতু প্লেঅফসে যাওয়ার এখনও ক্ষীণ আশা রয়েছে।