রোহিতের অনুপস্থিতিতে পঞ্চম টেস্টে বিরাট কোহলিকে নেতৃত্ব দেওয়ার আর্জি নেটিজেনদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, আর এর জেরে আইসোলেশনে রয়েছেন তিনি। আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে আদৌ রোহিত খেলবেন কিনা, এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
এদিকে কেএল রাহুলও চোটের কারণে বাইরে থাকায় টিম ইন্ডিয়াকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে নতুন অধিনায়কের দিকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা চাইছেন, পুনরায় বিরাট কোহলিকে এই টেস্টের জন্য নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক।
ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত, আর সেই সিরিজের চার ম্যাচেই অধিনায়ক ছিলেন বিরাট। ফলে নেটিজেনরা চাইছেন, পঞ্চম টেস্টেও বিরাট নেতৃত্ব দিয়ে ভারতকে জয়ের দিকে নিয়ে যান। আর এই কারণে বিসিসিআইকে ট্যাগ করে আর্জি জানিয়েছেন ভক্তরা।
দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়াগুলি -