ডি কক-বুমরাহের দাপটে ফিরল ভাগ্য, নখদন্তহীন রাজস্থানকে দাপটের সাথে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের ইতিহাসে রাজস্থান রয়্যালস বড় গাঁট হিসেবে এসেছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। আর পরপর দুই ম্যাচ হেরে সেই গাঁটের সম্মুখীন হওয়ার আগে বেশ ফোকাসড ছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। কিন্তু এই দূর্বল রাজস্থানকে হারাতে তেমন কালঘাম ছোটাতে হল না মুম্বইকে। সাত উইকেটে জিতে নিজেদের ভাগ্য ফেরাল মুম্বই ইন্ডিয়ান্স।
প্রথমে ব্যাট করে দারুণ শুরু করেছিল রাজস্থান রয়্যালস। টপ অর্ডারের চার ব্যাটসম্যানই রান পেয়েছেন। জস বাটলার (৪১) ও যশস্বী জয়সওয়াল (৩২) বেশ আগ্রাসী শুরু করেছিলেন। কিন্তু রাহুল চাহার এই দুই ওপেনারকে আউট করে রানের গতি কমিয়ে দিয়েছিলেন। এরপর সঞ্জু স্যামসন (৪২) ও শিবম দুবে (৩৫) বেশ ভালো ইনিংস খেললেও রানের গতি সেভাবে বাড়ছিল না। এরপর ডেথ ওভারে জসপ্রীত বুমরাহেরর অসাধারণ বোলিংয়ে বেশি রান তুলতে পারেননি ডেভিড মিলার ও রিয়ান পরাগ। অন্তিম দুই ওভারে মাত্র ৯ রান দেন বুমরাহ। আর এর জেরে ১৭১/৪ তোলে রাজস্থান।
বোলিংয়ে অসাধারণ ছিলেন জসপ্রীত বুমরাহ। শিবম দুবের উইকেট নিয়ে চার ওভারে মাত্র ১৫ রান দেন বুমরাহ। তবে অনেক রান দিয়ে বসেন ট্রেন্ট বোল্ট (১-৩৭) ও জয়ন্ত যাদব (০-৩৭)। দুটি উইকেট নেন লেগস্পিনার রাহুল চাহার (২-৩৩)।
জবাবে শুরুটা ভালো করলেও রোহিত শর্মার উইকেট হারায় মুম্বই। কিছুক্ষণ বাদে ভালো শুরু করা সূর্যকুমার যাদবও আউট হন। এই পরিস্থিতিতে অফ ফর্মে থাকা দুই ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও ক্রুণাল পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ের জয়ের রাস্তা খোলে মুম্বই ইন্ডিয়ান্স। ৫০ বলে অপরাজিত ৭০ রান করেন প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটসম্যান, এদিকে ২৬ বলে ৩৯ রান করে আউট হন ক্রুণাল। শেষে মাত্র আট বলে ১৬ রান করে মুম্বইকে ম্যাচ জেতান কাইরন পোলার্ড।
একা চেতন সাকারিয়া (০-১৮) ছাড়া বাকি কেউই উপযোগী হয়ে উঠতে পারেননি। ক্রিস মরিস দুটি উইকেট নেন, তবে ৩৩ রান দিয়ে বসেন। এদিকে মুস্তাফিজুর রহমান ৩৭ রান দিয়ে এক উইকেট নেন। এছাড়া দলের মূল স্পিনার রাহুল তেওয়াটিয়া তিন ওভারে ৩০ রান দেন। কেউই সেভাবে চাপ তৈরি করতে পারেননি মুম্বইয়ের উপর।
এই জয়ের জেরে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থেকে গেল রাজস্থান রয়্যালস। এরপর ১ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেভিওয়েট লড়াইয়ে নামবে মুম্বই। এদিকে রাজস্থান খেলবে আগামী ২ মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে।