আইপিএল ২০২৩ এও আবারও চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বয়স যে কেবলমাত্র একটি সংখ্যা, তার বড় প্রমাণ মহেন্দ্র সিং ধোনি। ৪১ বছর বয়সেও ফিটনেস অসাধারণ, তার প্রমাণ দেখিয়েছেন গত আইপিএলে। তবে অনেকেই ধারণা করেছিলেন, আইপিএল ২০২২ হতে পারে ধোনির শেষ।
কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে, আইপিএল ২০২৩ এ চেন্নাই সুপার কিংসের হয়ে তো খেলবেনই, এমনকি অধিনায়কত্বও করবেন মহেন্দ্র সিং ধোনি। আর এই খবর প্রকাশ করেছেন স্বয়ং চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।
গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের ব্যাটন গ্রহণ করেছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু দলের খারাপ পারফর্মেন্সের জেরে নেতৃত্ব ফিরে গিয়েছিল ধোনির হাতে। আর তাই গতবারের ভুল এবারে করতে রাজি নয় চেন্নাই। সেই কারণে আইপিএল তথা আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কের হাতেই নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে দিল চেন্নাই সুপার কিংস।