চেন্নাইয়ের নেটে ব্যাটে-বলে ঝড় তুললেন ক্যাপ্টেন কুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল শুরু হতে আর এক মাসও বাকি নেই। প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর তার জন্যই জোরকদমে চলছে প্রস্তুতি। ইতিমধ্যেই চেন্নাই এর অনুশীলনে পৌছে গেছেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক। তাকে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছে সিএসকে সমর্থকরা।
সম্ভবত এটাই তার শেষ আইপিএল। তাই সমর্থকেরাও বাড়তি উৎসাহ নিয়ে চেন্নাইকে সমর্থন করছেন এবার। পিছিয়ে নেই স্বয়ং ধোনিও। অনুশীলনে তার পরিশ্রম দেখলে মনে হবে কোনো তরুণ প্রতিভা নিজের জায়গা করে নিতে চাইছেন।
সম্প্রতি চেন্নাই সুপার কিংসের অনুশীলনের কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। যেখানে দেখা যায় ধোনি ব্যাট হাতে বড় বড় ছয় মারছেন। শুধু ব্যাটিং প্রস্তুতিই নয়। ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ উইকেটরক্ষক ধোনিকে দেখা যায় বল হাতেও নেটে অনুশীলন করতে।
তার এই অলরাউন্ডার অবতার বেশ মনে ধরেছে ক্রিকেট ভক্তদের। নিজের শেষ আইপিএলে পুরোনো ধোনির ঝলক কি দেখা যাবে? সেই উত্তরের অপেক্ষাতেই দিন গুনছে ক্রিকেট বিশ্ব।