কেন রং মাখলেন না ক্যাপ্টেন কুল? ভাইরাল ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কয়েকদিন পরেই শুরু হতে চলেছে মেগা আইপিএল। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে হোলিতে একেবারে অন্য মেজাজে ছিলেন ক্রিকেটাররা। সবাই একে-অপরকে রং মাখালেন। কিন্তু ক্যাপ্টেন কুলকে কিছুতেই রং মাখানো গেল না। সতীর্থদের রং মাখানো থেকে ফাঁকতালে ঠিক পালিয়ে গেলেন তিনি।
অনুশীলনের ফাঁকে জমিয়ে হোলিও সেলিব্রেট করছেন খেলোয়াড়রা। চেন্নাই দলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, ধোনিকে রং মাখানোর চেষ্টা করা হলেও তিনি দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। তবে পুরোটাই মজার ছলে করেন ক্যাপ্টেন কুল। তাঁর মুখের হাসিই যেন বলে দিচ্ছে তিনি কতটা আনন্দিত। ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ইতিমধ্যেই চেন্নাইয়ে নেট প্র্যাকটিস শুরু করে দিয়েছে ধোনি। বড় বড় ছক্কা মারতেও দেখা গিয়েছে তাঁর ব্যাট থেকে। সবমিলিয়ে হোলিতে খোশ মেজাজে দেখা গেল ক্যাপ্টেন কুলের চেন্নাই।