পুজারাকে শূন্য রানে আউট করে তারই ঘাড়ের উপর ঝাঁপালেন শামি! দেখুন মজার ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট ম্যাচের আগে প্রস্তুতিতে মত্ত টিম ইন্ডিয়া। আর সেই কারণে লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। এবং যাতে প্রত্যেক ক্রিকেটার সুযোগ পায় খেলার, সেই কারণে লেস্টার দলে খেলছেন পুজারা, পন্থ, বুমরাহ ও প্রসিধ কৃষ্ণা।
এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনে চমকপ্রদ একটি ঘটনা ঘটল। লেস্টারশায়ারের ব্যাটিংয়ের সময়ে মহম্মদ শামির আগুনে বোলিংয়ের মুখোমুখি হন চেতেশ্বর পুজারা। আর সেই সময়ে পুজারাকে শূন্য রানে আউট করেন শামি। কিন্তু ঘটনাটি ঘটে তার পরেই।
সচরাচর উইকেট নেওয়ার পর উচ্ছ্বসিত সেলিব্রেশনে মাতেন না শামি। কিন্তু শুক্রবার পুজারাকে আউট করার পরে, শামি উচ্ছ্বাসে দৌড়ে প্যাভিলিয়নে ফিরতে থাকা পুজারার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়েন। আর সেই মুহুর্তটির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।