জার্সি থেকে মদের লোগো সরানোর কোনও আবেদনই করেননি মইন আলি, স্পষ্ট বার্তা সিএসকে সিইওর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি খবর বেশ চাউর হয়েছে, চেন্নাই সুপার কিংসের নয়া অলরাউন্ডার মইন আলি নিজের জার্সি থেকে মদের ব্র্যান্ডের লোগো সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন, আর সেই মত লোগো সরিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই নিয়ে ক্রিকেট বিশ্বে সিএসকের ম্যানেজমেন্টকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ধর্মীয় কারণে মইন কোনও মাদকদ্রব্য পান করেন না বা সেটির প্রচার করেন না। আর সেই কারণে একান্ত তার জার্সি থেকে মদের ব্র্যান্ডের লোগো সরানোর আবেদন করেছিলেন মইন। কিন্তু এই ধরণের খবর ভুল, তা স্পষ্ট করে দিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।
সিএসকে ফ্র্যাঞ্চাইজির এই শীর্ষকর্তা স্পষ্ট ভাষায় বলেছেন, “মইনের তরফ থেকে চেন্নাই সুপার কিংসকে কোনও আবেদন করা হয়নি লোগো সরানোর জন্য।“ যদিও মইনের জার্সিতে সেই মদের কোম্পানির লোগো থাকবে কিনা, সে বিষয়ে নিশ্চিত কিছু বলেননি কাশী। তবে একাধিক ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, বাকিদের জার্সির হাতায় সেই মদের ব্র্যান্ডের লোগো থাকলেও মইনের জার্সিতে তা ছিল না।
এবারের আইপিএল নিলামে সাত কোটি টাকা দিয়ে এই ইংরেজ অলরাউন্ডারকে কিনেছে চেন্নাই সুপার কিংস। ইংল্যান্ডের হয়ে সদ্য ভারত সফরে বল হাতে বেশ ভালো পারফর্ম করেছিলেন মইন। এছাড়া ব্যাট হাতে তিনি অনেকটা কার্যকরী, তা দেখিয়েছেন আইপিএলে।