বিরাট কোহলিকে পরাস্ত করা এই তরুণ পেসার আজ মুম্বই ইন্ডিয়ান্সের গোপন অস্ত্র

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির থেকে মুম্বই ইন্ডিয়ান্স যেন কিছুটা আলাদা। প্রতিভা অন্বেষণে মুম্বই অন্যতম সেরা, তার প্রমাণ হিসেবে রয়েছে বুমরাহ-ক্রুণাল-হার্দিক-রাহুল চাহার। আর এবারের আইপিএল নিলামে বেশ কিছু তরুণ খেলোয়াড়কে নিলেও একজনের প্রতি বিশেষ নজর রয়েছে ক্রিকেট বিশ্বের। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেস বোলার মার্কো জানসেন।
কাইল জেমিসনের পরে আইপিএলে সবথেকে দীর্ঘতম বোলার হিসেবে উঠে এসেছেন জানসেন। বাঁ হাতি এই পেসার প্রায় সাত ফুটের কাছাকাছি। এবং এই নবাগত পেসার প্রথম শিরোনামে এসেছিলেন ২০১৮ সালে। সেই বছর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া, আর ভারতের নেট বোলার হিসেবে আসেন মার্কো। নেট সেশনে ভারতের সেরা ব্যাটসম্যান তথা অধিনায়ক বিরাট কোহলিকে পরপর তিন বার পরাস্ত করেছিলেন সেই সময়ের ১৭ বছরের মার্কো।
আর এবারের নিলামে সেই তরুণ পেসারকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। আর আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হতে পেরে বিশ্বাস হচ্ছে না মার্কোর। তিনি বলেছেন, “আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। সত্যি বলতে গেলে, তিন বছর আগে আমি আর আমার ভাই আলোচনা করছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম টিমের খেলার জন্য এবং আইপিএল নিয়ে কিছু ভাবিনি। তাই আমি আজ যেখানে রয়েছি, আমি খুবই কৃতজ্ঞ এবং সম্মানিত।“
এদিকে নিজের বোলিং নিয়ে মার্কো বলেছেন, “আমি ছয় ফুট আট ইঞ্চির মানুষ। বছরের শুরুতে, আমি প্রিটোরিয়ায় টেস্ট করছিলাম এবং তাদের একটি স্পিড বন্দুক রয়েছে। আমার মনে হয় আমার গড় স্পিড ছিল ১৩৭-১৩৮ কিমি প্রতি ঘন্টা। আমার সর্বোচ্চ স্পিড ছিল ১৪১.২ অথবা ১৪১.৩। আমাকে শুধু একটা লাফ নিতে হবে, কারণ আমার উচ্চতা হিসেবে আমি খুব রোগা, তাই আমায় একটু শক্তিশালী হতে হবে। আমার লক্ষ্য হচ্ছে আমার গড় স্পিডকে ১৪০ এর বেশি নিয়ে যেতে হবে। আর সেই কারণে মুম্বই আমায় বেছেছে। আর আমি ব্যাট হাতেও কার্যকরী। আমি এর থেকে বেশি কিছু বলব না, কিন্তু হ্যাঁ, আমি বল মারতে পারি।“
শুধু মার্কোই নন, সেই ২০১৮ সালের নেট সেশনে টিম ইন্ডিয়ার নেট বোলার হিসেবে এসেছিলেন তার যমজ ভাই ডুয়ান জানসেন। তিনিও বাঁ হাতি পেসার, যদিও মার্কোর থেকে সামান্য কম উচ্চতার। যদিও ডুয়ান মার্কোর থেকে ১৫ মিনিটের বড়। ২০১৭ সালে ইন্ডিয়া এ দলের বিরুদ্ধেও বল করেছিলেন মার্কো এবং ডুয়ান। এবং সেই সফরে তারা বল করেছিলেন মনীশ পান্ডে, করুণ নায়ার, শ্রেয়াস আইয়ার এবং ইশান কিশানকে – যারা আজকের দিনের সুপারস্টার হিসেবে বিবেচিত।
সুতরাং মার্কো জানসেনকে তুলে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমত্ত্ব সিদ্ধান্ত নিয়েছে, সে নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু মার্কোর কাছে প্রমাণের মঞ্চ হল এবারের আইপিএল। জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, নাথান কুল্টার নাইল, জেমস প্যাটিনসনের মত দুরন্ত পেস বোলিং আক্রমণের মাঝে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করবেন মার্কো।