বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যেম কলকাতায় আইপিএলের শ্রষ্ঠা ললিত মোদিকে নিয়ে বিশেষ বই প্রকাশ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক তথা ইতিহাসবিদ বোরিয়া মজুমদারের লেখনী আবারও সামনে এল ক্রীড়াপ্রেমীদের জন্য। এবার তার নয়া লেখনীর বিষয়, আইপিএলের শ্রষ্ঠা তথা টুর্নামেন্টের প্রাক্তন কমিশনাআর ললিত মোদি।
বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে 'ম্যাভেরিক কমিশনার - দ্য ললিত মোদি সাগা' বইটি প্রকাশ করা হয়। এই বইটির ইংরেজি ও বাংলা উভয় সংস্করণই প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিত চ্যাটার্জি, বলিউডের জনপ্রিয় ফিল্ম প্রযোজক বনি কাপুর, সঙ্গীতশিল্পী অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এই নিয়ে বোরিয়া মজুমদার বলেছেন, "এটি ললিত মোদির জীবনী নয়। এটি আইপিএলের কাহিনী। এটির ওঠা ও নামা, কোনও গল্পের সাথে জুড়ে নেই। এই কাহিনী প্রকাশ করবে কি কারণে ললিত মোদীকে ভারত ছাড়তে হয়েছিল। এটি আইপিএলের পর্দার পিছনের কাহিনী।"
এদিকে ৮৩ সিনেমার প্রযোজক বিষ্ণু ইন্দুরি, যিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি জানান যে শীঘ্রই এই বইয়ের উপর নির্ভর করে একটি সিনেমা তৈরি করা হবে।