সম্ভবত অবসর ভেঙে বাইশ গজে ফিরতে পারেন মনোজ তিওয়ারি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবারই নিজের সোশ্যাল মিডিয়াতে সতীর্থ, কোচ, সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ভারতীয় জার্সি গায়ে একটি ছবি পোস্ট করে নিজের অবসরের কথা জানিয়েছিলেন মনোজ তিওয়ারি। মনোজের এই বার্তার পরে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভক্তদের বার্তা আসতে থাকে।
আরও পড়ুন: পাকিস্তানের পেসারদের নিয়ে মজার মন্তব্য করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
সকলেই তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে থাকেন। গত বৃহস্পতিবার আচমকা অবসরের সিদ্ধান্তের পর নিজেকে সরিয়ে রেখেছিলেন মনোজ। নিজের ফোন বন্ধ করে চুপ হয়ে যান। মনোজের আচমকা অবসর ঘোষণা হওয়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল।তবে সম্ভবত এবার নিজের অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরতে চলেছেন মনোজ তিওয়ারি।
সূত্রের খবর আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলির সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। সেখানেই অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করতে পারেন মনোজ।