হায়দ্রাবাদের বিরুদ্ধে লখনউ সুপার জায়েন্টসের সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএলের লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপার জায়েন্টস। লখনউ এর তারকা ক্রিকেটার কে এল রাহুল আইপিএল থেকে ছিটকে গেলেও লখনউ দল এখনও টিকে রয়েছে প্লে অফের লড়াইয়ে। শনিবার দুপুর ৩:৩০ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামবে ক্রুনাল পান্ডিয়ার দল।
শেষ তিন ম্যাচে জয়হীন লখনউ। নক আউট পর্যায় খেলতে হলে এই ম্যাচ জিততেই হবে লখনউ সুপার জায়েন্টস দলকে।
কাইল মেয়ার্স, কুইন্টন ডি কক, আয়ুশ বাদোনি,নিকোলাস পুরান (উইকেট রক্ষক), দীপক হুডা, মার্কাস স্টোইনিস, ক্রুনাল পান্ডিয়া (অধিনায়ক), কৃষ্ণাপ্পা গৌতম, মোহসিন খান, আভেশ খান, রবি বিষ্ণোই
ইমপ্যাক্ট খেলোয়াড়- যশ ঠাকুর, যুধভীর সিং চড়ক, ড্যানিয়েল স্যামস, প্রেরক মানকড়