দুরন্ত লড়েও বিদায় কলকাতার! থ্রিলার ম্যাচে KKR কে হারাল লখনউ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর অন্যতম সেরা ম্যাচ বলাই যায় এটিকে। শক্তিশালী লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত লড়েও মাত্র ২ রানে হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। আর এর জেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় কেকেআরের।
প্রথমে ব্যাট করে ওপেনিং জুটি কে এল রাহুল ও কুইন্টন ডি কক ঝড় তোলেন লখনউয়ের হয়ে। কলকাতার বোলারদের বিরুদ্ধে দাপটে খেলে পুরো ২০ ওভার ব্যাট করেন রাহুল-ডি কক। মাত্র ৭০ বলে অপরাজিত ১৪০ রান করেন ডি কক, এদিকে ৫১ বলে অপরাজিত ৬৮ রান করেন রাহুল। এর জেরে লখনউ ২০ ওভারে ২১০ রান তোলে।
একা সুনীল নারাইন (০-২৭) ছাড়া বাকি কেকেআর বোলাররা একেবারেই দাগ কাটতে পারেনি।
জবাবে শুরুতেই অভিজিত তোমর ও ভেঙ্কটেশ আইয়ারকে আউট করে কলকাতাকে বড় ধাক্কা দেন মোহসিন খান। এই বাঁহাতি বোলার তুলে নেন আন্দ্রে রাসেলকেও। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন মোহসিন।
এদিকে লড়াই অব্যাহত রাখেন নীতিশ রানা (৪২) ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার (৫০)। এদিকে স্যাম বিলিংসও ৩৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দেন রিঙ্কু সিং ও সুনীল নারাইন।
মাত্র ১৯ বলে ৫৪ রানের ঝোড়ো পার্টনারশিপ তৈরি করেন রিঙ্কু-নারাইন। শেষ ওভারে ২২ রান দরকার ছিল কলকাতার। মার্কাস স্টোইনিসের অন্তিম ওভারে জয় কার্যত নিশ্চিত করে দেন রিঙ্কু। কিন্তু পরপর দুই বলে উইকেট নিয়ে কলকাতার আশা ভেঙে দেন স্টোইনিস।