লখনউয়ের কাছে মুখ থুবড়ে পড়ল কলকাতা! প্লে-অফসের আশা কার্যত শেষ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রাজস্থানের বিরুদ্ধে জিতে আশা বাড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শক্তিশালী লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আবারও নিজেদের আসল চরিত্র দেখিয়ে দিল কেকেআর। ৭৫ রানের বিশাল জয় হাসিল করে লিগ টেবিলের শীর্ষে চলে গেল নবাগত লখনউ, অন্যদিকে প্লে-অফসের আশা কার্যত শেষ কলকাতার।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই কেএল রাহুলের উইকেট হারায় লখনউ। কিন্তু তা সত্ত্বেও কুইন্টন ডি কক (৫০) ও দীপক হুডা (৪১) দারুণ সূচনা দেয় সুপার জায়ান্টদের। কিন্তু ডি ককের আউটের পর কলকাতার বোলাররা খেলা ধরে নেয়। তবে শেষের দিকে মার্কাস স্টোইনিস (২৮) ও জেসন হোল্ডারের দুরন্ত ক্যামিওতে লখনউ ২০ ওভারে ১৭৬/৭ স্কোর তোলে। ১৯তম ওভারে শিবম মাভির বলে ৩০ রান তোলেন স্টোইনিস-হোল্ডার, যার ফলে এত বড় রান উঠে আসে।
কলকাতার সফলতম বোলার উমেশ যাদব না থাকায় কিছুটা ধাক্কা এসেছিল। তবে সেই ধাক্কাকে কাটিয়ে দিয়েছিলেন আন্দ্রে রাসেল, ২২ রানে নেন দুই উইকেট। এছাড়া সুনীল নারাইন বরাবরের মতই দুর্দান্ত বোলিং করেছেন (১-২০)।
১৭৭ রান তাড়া করতে নেমে কার্যত মুখ থুবড়ে পড়ে কেকেআর ব্যাটিং লাইন আপ। বাবা ইন্দ্রজিৎ (০), অ্যারন ফিঞ্চ (১৪), শ্রেয়াস আইয়ার (৬), নীতিশ রানা (২) ও রিঙ্কু সিং (৬) দাঁড়াতেই পারেননি লখনউয়ের বোলারদের সামনে।
যদিও ক্যারিবীয় জুটি আন্দ্রে রাসেল (৪৫) ও সুনীল নারাইন (২২) ঝড়ের ইঙ্গিত দেন। কিন্তু দুজনেই চাপে পড়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। যদি যোগ্য সঙ্গী থাকত, তাহলে হয়ত রাসেল ম্যাচ জিতিয়ে আসতে পারতেন নাইটদের জন্য। এবং শেষ অবধি ৩৩ বল বাকি থাকতে ১০১ রানে অল আউট হয়ে যায় নাইটরা।