বড় কীর্তি গড়লেন KKR এর এই বিদেশী তারকা! হলেন বর্ষসেরা ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার টিম সাউদির মুকুটে জুড়ল নয়া পালক। ২০২১ সালে নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটার হিসেবে ঘোষিত হয়েছেন সাউদি।
বৃহস্পতিবার সাউদিকে স্যার রিচার্ড হ্যাডলি পদকের দ্বারা পুরষ্কৃত করা হয়েছে। যদিও বর্তমানে তিনি মুম্বইতে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে।
এই নিয়ে সাউদি বলেছেন, "এমন বিশেষ পুরষ্কার পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। আমি স্যার রিচার্ডের কীর্তি সম্বন্ধে জানি এবং খুবই গর্বিত লাগছে এই বছর এই পুরষ্কারটি জিততে পেরে। এই পুরষ্কার পেতে ভালো লাগলেও, এটি বোঝায় যে আমরা একটি দল হিসেবে এক সাথে কাজ করেছি এবং দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলে গিয়েছি।"
শেষে সাউদি বলেন, "এই সময়ে এই দলের অংশ হতে পেরে খুব ভালো লাগছে, এবং দেশের হয়ে ম্যাচ জেতাতে পারাটা সত্যিই খুব স্পেশাল।"
নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক টিম সাউদি, ৩৩৮ উইকেট নিয়ে। বর্তমানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের এক গুরুত্বপূর্ণ অংশ সাউদি।