চিপকে কি স্ট্র্যাটেজি বদল করবে কলকাতা নাইট রাইডার্স? দেখুন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার এম চিদাম্বরম স্টেডিয়ামে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফসের আশা ক্ষীণ, তবুও আশা জিইয়ে রাখতে গেলে চেন্নাইকে হারাতেই হবে নাইটদের। তবে চলতি মরশুমে ঘরের মাঠে দাপটের সাথে খেলেছে চেন্নাই, তাতে নাইটদের পক্ষে কাজটা খুব কঠিন।
এদিকে গত ম্যাচে ইডেনে রাজস্থান রয়্যালসের কাছে লজ্জার হারের পর ঘুরে দাঁড়াতে চাইবে কলকাতা। কিন্তু একাদশে কি কোনও বদল আনবে নাইটরা?
চলতি মরশুমে সেভাবে খেলতে পারছেন না ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইন। ১২ ম্যাচে মাত্র ৮ উইকেট নিয়েছেন তিনি, এদিকে ইকোনমি রেট ৮-এর কাছাকাছি। এই পরিস্থিতিতে কলকাতা বোলিং শক্তিকে বাড়াতে কিউই পেসার লকি ফার্গুসনকে ব্যবহার করতে পারে। বাকি তিন বিদেশী, অর্থাৎ রহমনুল্লাহ গুরবাজ, জেসন রয় ও আন্দ্রে রাসেল শুরু করবেন।
অধিনায়ক নীতিশ রানাকে বড় দায়িত্ব নিতে হবে ব্যাট হাতে। পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ারকে এই ধীরগতির পিচে ব্যাটিংয়ের গতি বাড়াতে হবে। তবে এই স্লো পিচে হর্ষিত রানার জায়গায় অনুকুল রয়কে ব্যবহার করতে পারে নাইটরা।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - রহমনুল্লাহ গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, অনুকুল রয়, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
ইম্প্যাক্ট প্লেয়ার - সুয়াশ শর্মা।