অল্প দামে বিশ্বমানের এই অলরাউন্ডারকে কিনে চমকে দিল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য আইপিএল ২০২৩ মিনি নিলামে মাত্র ৭.০৫ কোটি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স, যা এবারের নিলামে সর্বনিম্ন। এই পরিস্থিতিতে খেলোয়াড় নির্বাচন একেবারে বুঝেশুনে করতে হত কলকাতা নাইট রাইডার্সকে।
এবং এই অল্প অর্থে বেশ কিছু ভালো ক্রিকেটার পেয়ে গিয়েছে কলকাতা। বিশেষ করে, মাত্র এক কোটি টাকায় কলকাতা সই করিয়েছে এই বিশ্বমানের অলরাউন্ডারকে। না, তিনি শাকিব আল হাসান নন। তিনি নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসে।
উইসে নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে, বেশ নামও করেছিলেন। টি২০ বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করে আইপিএলে ২০১৫ সালে সুযোগ পান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। আইপিএল কেরিয়ারে ১৬ ম্যাচ খেলে ব্যাট হাতে ১২৭ রান করেছেন এই ডানহাতি ব্যাটার, অন্যদিকে বল হাতে ১৬টি উইকেট নিয়েছেন এই পেসার।
কিন্তু অফ ফর্ম ও চোটের জেরে দক্ষিণ আফ্রিকা দল থেকে সরে দাঁড়ান উইসে। ২০২১ সালে নামিবিয়ার অধিনায়ক হিসেবে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন তিনি। টি২০ বিশ্বকাপে নামিবিয়ার উত্থানের ক্ষেত্রে বড় ভূমিকা ছিল উইসের।
বাকি ফ্র্যাঞ্চাইজিরা যখন ১৮-১৭-১৬ কোটি টাকা দিয়ে স্যাম কারান, ক্যামেরন গ্রিন ও বেন স্টোকসের মত অলরাউন্ডারদের নিয়েছে, সেখানে কলকাতা নাইট রাইডার্স বুদ্ধি করে মাত্র এক কোটি টাকায় তুলে নিল উইসের মত অভিজ্ঞ এক অলরাউন্ডারকে।