মাত্র ৯০ লাখে অমূল্য রতন পেল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার কোচিতে আয়োজিত হয় আইপিএল ২০২৩ এর মিনি নিলাম। এবং এবারের নিলামে সব থেকে কম অর্থ নিয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ৭.০৫ কোটি টাকা পুঁজি নিয়ে খেলোয়াড় বাছাই করতে বসে নাইট টিম ম্যানেজমেন্ট।
ফলে বুঝেশুনে খেলোয়াড় নির্বাচন করতে হত নাইটদের। কিন্তু শেষ অবধি যে দল তৈরি করল নাইটরা, তাতে কিছুটা হলেও সন্তুষ্ট সমর্থকরা। বিশেষ করে মাত্র ৯০ লক্ষ টাকায় কেকেআর কার্যত এক অমূল্য রতন পেল।
আর সেই অমূল্য রতন হলেন নারায়ণ জগদীশান। তামিলনাড়ুর এই ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে ঝড় তুলেছেন ঘরোয়া ক্রিকেটে। সদ্য বিজয় হাজারে ট্রফিতে টানা পাঁচটি শতরান করেছেন জগদীশান, যা বিশ্বের কেউ অর্জন করেননি আগে। মোট ৮৩০ রান করেছিলেন সেই টুর্নামেন্টে। ফলে জগদীশানকে এত কম অর্থে পাওয়া নিঃসন্দেহে বড় লাভ নাইটদের।
কিন্তু ২৭ বছর বয়সী এই ক্রিকেটার আশা ছেড়ে দিয়েছিলেন আইপিএলে সুযোগ পাওয়ার। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র দুটি ম্যাচে সুযোগ পান জগদীশান, কেবল ৪০ রান করেন। আর মরশুম শেষেই জগদীশানকে রিলিজ করে চেন্নাই। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছয় ম্যাচে মাত্র ১১৮ রান করেছিলেন তিনি।
এই নিয়ে এক সাক্ষাতকারে জগদীশান বলেছেন, "অর্থ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি একটি ভালো মরশুমের জন্য মুখিয়ে ছিলাম, কারণ আমার আশা ছিল না কোনও দল আমায় বাছবে। সিএসকে আমায় রিলিজ করা আর তারপর সৈয়দ মুস্তাক আলি ট্রফির পর, আমি আইপিএল নিয়ে খুব বেশি ভাবিনি।"
তবে জগদীশানকে ট্রায়ালে ডেকেছিল গুজরাট টাইটান্স। মূলত ঋদ্ধিমান সাহার ব্যাকআপ হিসেবে এই তামিল কিপার-ব্যাটারকে দেখে নিতে চেয়েছিল গুজরাট। কিন্তু কলকাতা নাইট রাইডার্সে জগদীশানের সাইনিংয়ের পিছনে বড় কারণ হলেন কোচ চন্দ্রকান্ত পন্ডিত, যিনি এই তামিল ক্রিকেটারের ছোটবেলার কোচ ছিলেন।
এই নিয়ে জগদীশান বলেছেন, "এখনও অনেকটা পথ বাকি। তবে চন্দু স্যারের অধীনে আবার খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে। আমি খুবই উচ্ছ্বসিত এবং মুখিয়ে রয়েছি এটির জন্য।"