যশস্বীর তাণ্ডবে চূর্ণ নাইটরা, প্লে-অফে ওঠার স্বপ্নে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। প্লে অফের আশা জিইয়ে রাখতে জিততেই হত দুই দলকে। কিন্তু এদিন রাজস্থানের কাছে একতরফা হারতে হল নাইট ব্রিগেডকে।
কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার স্বপ্নে বড় ধাক্কা দিল রাজস্থান রয়্যালস। যুজবেন্দ্র চাহাল তৈরি করলেন নয়া রেকর্ড, অন্যদিকে যশস্বী ইডেনের বুকে তুললেন ঝড়। প্রতিটা বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়ছিল। ১৫০ রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারেই ম্যাচ কেকেআরের হাত থেকে ছিনিয়ে নেন তিনি। মাত্র ১৩ বলে অর্ধশতরান করেন যশস্বী। আইপিএলের ইতিহাসে এটি দ্রুততম অর্ধশতরান।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথম ব্যাট করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে আসে একমাত্র অর্ধশতরান। রাজস্থানের হয়ে যুজবেন্দ্র চাহাল নেন ৪ উইকেট।
অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হয়ে যান বাটলার। কিন্তু শুরুতে উইকেট হারিয়েও পাওয়ার প্লে-তে ঝড়ের গতিতে রান করতে থাকেন যশস্বী। ২.৪ ওভারেই ৫০ রানের গণ্ডী পার করে রাজস্থান। অপর প্রান্তে থাকা সঞ্জু শুধু দেখলেন জয়সওয়ালের দুরন্ত ব্যাটিং। এরমধ্যে সঞ্জুকে ফেরানোর সুযোগ এসেছিল নাইটদের কাছে, কিন্তু সহজ ক্যাচ ফেলে দেন নারিন। শেষ পর্যন্ত মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান।