আরসিবি নিয়ে কটু কথা বলায় বন্ধুকে খুন বিরাট ভক্তের

ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় ক্রিকেট ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্ট খেলে। প্রতিবছর আয়োজিত হওয়া এই টুর্নামেন্ট একপ্রকার ভারতীয়দের কাছে উৎসবের সমান। প্রতিটি দলেরই রয়েছে হাজার হাজার সমর্থক। এদের মধ্যে কিছু অতিউৎসাহী ক্রিকেট প্রেমী হন যারা তাদের দলকে অন্য সবকিছুর দিয়ে বেশি ভালোবাসে। যার ফলে তাদের দলের বিপক্ষে কেউ কোনো বাজে কথা বললে তারা সেটি মেনে নিতে পারেননা। এমনই এক উদাহরণ তামিলনাড়ুর ধর্মরাজ।
খবর অনুযায়ী, ২১ বছর বয়সী বিরাট কোহলির অন্ধভক্ত এস.ধর্মরাজ তার ২৪ বছর বয়সী বন্ধু পি.ভিগনেশকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর (আরসিবি) সম্পর্কে কটু কথা বলার অপরাধে হত্যা করে।
কিলাপালুর পুলিশের তরফে জানানো হয়, সিডকো শিল্পাঞ্চলে দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। ধর্মরাজ বিরাট কোহলির ভক্ত এবং ভিগনেশ রোহিত শর্মার। দুজনে ক্রিকেট নিয়ে আলোচনা করছিল।
কোহলি না রোহিত? কে বেশি ভাল ক্রিকেটার সেই নিয়েই তাদের বচসা শুরু হয়। যার মাঝেই ভিগনেশ, কোহলি এবং আরসিবিকে নিয়ে কটু কথা শুনিয়ে দেয়। ঘটনাচক্রে ধর্মরাজ কথা বলতে গেলে তোতলায়, তার কথা জরিয়ে যাওয়া নিয়েও ঠাট্টা করে ভিগনেশ।
ধর্মরাজের তোতলানোর সাথে আরসিবির তুলনা টেনে কটু কথা বলতেই ধর্মরাজ নিজেকে সামলাতে না পেরে নির্মম অপরাধ করে বসেন। প্রথমে বোতল এবং পরে ব্যাট দিয়ে আঘাত করে তার বন্ধুর মাথায়। এরপরেই সেই জায়গা থেকে পালিয়ে যায় ধর্মরাজ। পরেরদিন সকালে ওখানকার কিছু কর্মী ভিগনেশের দেহ উদ্ধার করে।
জানা গেছে, ভিগনেশ আইটিআই সম্পূর্ণ করে সিঙ্গাপুরে চাকরি করার জন্য ভিসার অপেক্ষা করছিল। কিন্তু তার সিঙ্গাপুর যাওয়ার আগেই এমন ঘটনা ঘটে যায়। বর্তমানে ধর্মরাজকে হেফাজতে রাখা হয়েছে বিচারের জন্য।