আইপিএল বিজয়ী দল পাবে বিপুল অর্থ! রানার্স দলের পুরষ্কার মূল্যও বাকি লিগদের টেক্কা দেবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল বিশ্বের সব থেকে বড় ক্রিকেট লিগ, এবং প্রতিবছর এই লিগে বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা আসেন খেলতে। আর এই লিগে কোটি-কোটি টাকা জলের মত খরচ করা হয়। তবে জানেন, চলতি আইপিএলে বিজয়ী দল কত অর্থ পাবেন? জানলে চমকে যাবেন।
আগামী ২৯ মে আইপিএল ২০২২ এর ফাইনালে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। আর এই ফাইনালে জয়ী দল পুরষ্কার মূল্য হিসেবে পাবে ২০ কোটি টাকা, যা বিশ্বজুড়ে সমস্ত টি২০ লিগের মধ্যে সব থেকে বেশি।
এদিকে গত বছরের তুলনায় রানার্স আপের পুরষ্কার মূল্য সামান্য বেড়েছে। চলতি টুর্নামেন্টের রানার্স আপ দল পাবে ১৩ কোটি টাকা, গত বছর তা ছিল ১২.৫ কোটি টাকা। এদিকে তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল, অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস পাবে সাত কোটি টাকা করে।
বলা বাহুল্য, এই পুরষ্কার মূল্যগুলি বিশ্বের বাকি টি২০ লিগকে অনায়াসে টেক্কা দিয়েছে। আইপিএলের পর সর্বোচ্চ পুরষ্কার মূল্য দেওয়া হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, যেখানে বিজয়ী দলকে দেওয়া হয় ৭.৫ কোটি টাকা, যা আইপিএলের রানার্স দলের পুরষ্কার মূল্যের থেকেও কম।
এদিকে পাকিস্তান সুপার লিগ তুলনাতেই আসে না, বরং তার থেকে বেশি পুরষ্কার মূল্য দেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলে জয়ী দল পায় ৬.৩৪ কোটি টাকা, যেখানে পাকিস্তান সুপার লিগে পাওয়া যায় ৩.৭৩ কোটি টাকা। এদিকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে জয়ী দল পার্থ স্কোর্চার্স পেয়েছিল ভারতীয় মুদ্রায় ২.৫ কোটি টাকা।
সুতরাং আর্থিক দিক থেকে আইপিএলের সাথে বাকি ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগগুলির কোনও তুলনাই আসে না, তা বলাই যায়।