দিল্লির বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করবে কেকেআর, দুই দলেই এই বড় পরিবর্তন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর ৪১তম ম্যাচে শারজায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মরগান।
দুই দলেই রয়েছে একাধিক পরিবর্তন। আহত আন্দ্রে রাসেলের জায়গায় কেকেআরের হয়ে অভিষেক করছেন টিম সাউদি, এদিকে গত ম্যাচে প্রচুর রান দেওয়া প্রসিধ কৃষ্ণার জায়গায় আসছেন সন্দীপ ওয়ারিয়র। এদিকে দিল্লি শিবিরে বড় আঘাত, চোট পেয়েছেন তারকা ওপেনার পৃথ্বী শ, তার পরিবর্তে আসছেন স্টিভ স্মিথ।
কলকাতা নাইট রাইডার্স – শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নীতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারাইন, লকি ফার্গুসন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র।
দিল্লি ক্যাপিটালস – শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার / অধিনায়ক), শিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, আবেশ খান।