মুম্বইয়ের বিরুদ্ধে জিতে প্লেঅফসের আশা বাড়াল কলকাতা! এই উপায়ে নকআউটে যেতে পারে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারিয়ে প্লেঅফসের আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। আর এর জেরে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে নাইটরা।
আর এর জেরে সমর্থকদের মনে প্রশ্ন, এখন কি উপায়ে কলকাতা নাইট রাইডার্স প্লেঅফসে যোগ্যতা অর্জন করতে পারে? লিগ পর্বে কলকাতার পরের দুই ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এবং এই দুটি ম্যাচ জিততেই হবে নাইটদের।
তবে শুধু জিতলেই হবে না, অন্তত একটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। কারণ মুম্বইয়ের বিরুদ্ধে বড় জয় পেয়েও কলকাতার নেট রান রেট -০.০৫৭, যা চতুর্থ সর্বনিম্ন। সুতরাং আরও একটি বড় জয় দরকার নাইটদের।
তবে শুধু দুটি ম্যাচ জিতলেই হবে না, কারণ কেকেআর শেষ করবে ১৪ পয়েন্টে। এবং এই পরিস্থিতিতে কলকাতাকে আশা করতে হবে, যাতে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের সব কয়টি ম্যাচে হারে।
রাজস্থানের লিগ পর্বে ম্যাচ বাকি দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের সাথে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বাকি ম্যাচ পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের সাথে। ফলে তারা সব ম্যাচ হারলে কলকাতার সম্ভাবনা রয়েছে প্লেঅফসে ওঠার।
এছাড়া দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদকেও একটির বেশি ম্যাচ জেতা চলবে না, যেহেতু দুজনেই ১০ পয়েন্টে রয়েছে। সুতরাং চারটি দলের উপর নির্ভর করছে নাইটদের ভাগ্য।