বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিধ্বংসী শাকিব, প্রশংসা কেকেআরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিধ্বংসী মেজাজে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের শাকিব আল হাসানকে। তাঁকে বাংলায় প্রশংসা করেছে কেকেআর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৩২ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন শাকিব। তার পরেই শাকিবের ভিডিয়ো নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছে কেকেআর। সেখানে শাকিবের ব্যাটিংয়ের কিছু ঝলক রয়েছে। ক্যাপশনে লেখা ‘ফাটাফাটি শাকিবদা’।
দীর্ঘ দিন কলকাতার হয়ে আইপিএল খেলা শাকিবকে ছেড়ে দিয়েছিল কলকাতা। তার পরে সানরাইজার্স হায়দরাবাদ ঘুরে এ বার আবার কলকাতায় ফিরেছেন তিনি। নিলামে দেড় কোটি টাকায় শাকিবকে কিনেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজ়ি। মার্চের শেষে আইপিএল শুরু হওয়ার কথা। তার আগে শাকিবের ফর্ম স্বস্তি দিচ্ছে কলকাতাকে। তাই শাকিবের প্রশংসা করে তাঁর আত্মবিশ্বাস আরও বাড়ানোর চেষ্টা করেছে তারা।
https://www.instagram.com/reel/CnJeqofohzw/?igshid=NDdhMjNiZDg=
গত কয়েকবারের আইপিএলে সেভাবে সাফল্য পায়নি কেকেআর। তাই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট বাহিনী।