সাফল্যের গাড়িকে স্থিতিশীল রাখতে গতবারের সাথীকে আবারও পেল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির স্পনসরের অভাব হয় না বললেই ভালো। না চাইতেই অসংখ্য স্পনসর এগিয়ে আসে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে। লক্ষ্য একটাই, অন্তত জার্সিতে তাদের লোগো যাতে থাকে এবং মানুষ তা দেখতে পায়। আসলে, আইপিএল তো শুধু ভারতে নয়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্পোর্টিং ইভেন্ট।
আর এর থেকে কোনওভাবেই আলাদা নয় কলকাতা নাইট রাইডার্স। এবার আইপিএল শুরুর আগে নিজেদের নয়া স্পনসর হিসেবে জনপ্রিয় টায়ার কোম্পানি বিকেটি টায়ার্স (বালাকৃষ্ণ টায়ার্স) কে স্বাগত জানাল দুইবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি। সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘোষণা করে কলকাতা নাইট রাইডার্স।
তবে শুধু এই বছর নয়, গত বছরেও কলকাতার স্পনসর হিসেবে ছিল বিকেটি টায়ার্স। গত বার ছয়টি আইপিএল টিমের সাথে ছিল এই সংস্থা, আর এবার সেই সংখ্যা বেড়ে সাতে দাঁড়াল।
এই নিয়ে বিকেটি টায়ার্সের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর রাজীব পোদ্দার বলেছেন, “আমরা এত বড় একটি ক্রিকেটীয় ইভেন্টের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত। এবার যেহেতু লিগ ভারতে ফিরে এসেছে, আমরা নিশ্চয়তা দিচ্ছি যে এবার একসাথে আমরা আরও বড় হব।“