সিইওর দল নির্বাচনের বিতর্ককে নিয়ে বক্তব্যে পরিবর্তন আনলেন KKR অধিনায়ক শ্রেয়াস আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আইয়ার কার্যত অকপটে জানিয়ে দিয়েছিলেন, দল নির্বাচনে কোচ-অধিনায়ক ছাড়াও ভূমিকা থাকে সিইও ভেঙ্কি মাইসোরের। এরপর এই নিয়ে নানা বিতর্ক উঠে আসে।
তবে এবার এই বিতর্ককে ধামাচাপা দিয়ে দিলেন খোদ শ্রেয়াস আইয়ার নিজেই। শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর নিজের আগের বক্তব্যের সাফাই গাইলেন শ্রেয়াস আইয়ার।
ম্যাচের পর প্রেজেন্টেশনে শ্রেয়াস বলেছেন, "আমি আমার আগের সাক্ষাৎকার পরিষ্কার করে নিতে চাই, যখন আমি সিইওর নাম নিই (দল নির্বাচনের জন্য), আমি বলতে চেয়েছিলাম যে উনি সেই খেলোয়াড়দের আশা যোগান, যারা বসে থাকেন। এটা ওনাদের পক্ষে সহজ নয়।"
সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫৪ রানে হারিয়ে প্লে অফসের আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে নাইটদের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট, ফলে সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে কেকেআর।