আড়াই মাস ধরে হবে আইপিএল! নিশ্চয়তা দিলেন জয় শাহ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা জল্পনা, আগামী মরশুম থেকে আরও দীর্ঘ সময় ধরে চলবে আইপিএল। এই নিয়ে আইসিসির কাছে বিশেষ উইন্ডোর আবেদনও করেছে বিসিসিআই। এবার আড়াই মাসের আইপিএল আয়োজন নিয়ে নিশ্চয়তা দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।
আগামী আন্তর্জাতিক ক্যালেন্ডারে ১০ মাস অতিরিক্ত সময় পাবে আইপিএল, যাতে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলার সুযোগ পায়। এই নিয়ে জয় শাহ রয়টার্সকে বলেছেন, "আমরা আইসিসির সাথে আলোচনায় রয়েছি এবং একাধিক ক্রিকেট বোর্ডই আইপিএলের জন্য এক্সক্লুসিভ উইন্ডো পেতে চলেছে।"
এরপর জয় শাহ বলেন, "আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে আগামী আইসিসি ফিউচার ট্যুর প্ল্যানে আড়াই মাসের উইন্ডো থাকবে যাতে সেরা আন্তর্জাতিক খেলোয়াড়রা অংশ নিতে পারে। যেহেতু এই টুর্নামেন্ট সকলের জন্য লাভজনক, আমরা আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডের কাছে ইতিবাচক বার্তা পেয়েছি।"
বর্তমান সময়ে আইপিএল ২ মাস ধরে চলে, যেখানে আগামী ২০২৭ সালে ৭৪ ম্যাচ থেকে ৯৪ ম্যাচে বৃদ্ধি পাবে আইপিএল।