বর্ষসেরা ক্রিকেটার হিসেবে এই পাঁচ তারকাকে বেছে নিল উইজডেন, তালিকায় এই দুই ভারতীয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঐতিহ্যশালী ক্রিকেট পত্রিকা উইজডেন নিজের ২০২২ অ্যালমানাকের জন্য বর্ষসেরা পাঁচ ক্রিকেটারদের নাম বেছেছে। আর এতে জায়গা করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও তারকা পেসার জসপ্রীত বুমরাহ।
এই যুগল ছাড়াও, এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ডিভন কনওয়ে, ইংরেজ পেসার অলি রবিনসন ও প্রোটীয়া মহিলা তারকা ডেন ভ্যান নিয়েকার্ক।
গত ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন জসপ্রীত বুমরাহ। বিশেষ করে লর্ডস ও ওভালে দারুণ খেলেছিলেন তিনি। এদিকে রোহিত শর্মা চার টেস্টে ৫২.৫৭ গড়ে ৩৬৮ রান করেছেন, যার মধ্যে ওভালে ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি।
এদিকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটকে বিশ্বের সব থেকে এগিয়ে থাকা পুরুষ ক্রিকেটারের তকমা পেয়েছেন। গত ১২ মাসে ১৭০৮ টেস্ট রান করেছেন রুট, যা ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে তৃতীয় সর্বোচ্চ।
বিশ্বের সব থেকে এগিয়ে থাকা মহিলা ক্রিকেটারের কৃতিত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। ওয়ানডে আন্তর্জাতিকে ৯০.২৮ গড়ে ব্যাট করেছেন লিজেল, যার মধ্যে ভারতের বিরুদ্ধে চার ইনিংসে ২৮৮ রান করেছেন তিনি।
আর সেরা টি২০ ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন পাকিস্তানের কিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। গত বছর ৭২.৮৮ গড়ে ১৩২৯ রান করেছনে রিজওয়ান। আর এর সাথে টি২০ আন্তর্জাতিক এক ক্যালেন্ডার বর্ষে ১০০০ রান পার করা প্রথম ক্রিকেটার হন রিজওয়ান।