আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত, সূচি ঘোষিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। আর সেই সময়ে আয়ারল্যান্ডে টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। আগামী ২৬ ও ২৮ জুন মালাহিডে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে।
২০১৮ সালের পর আবারও ভারতীয় পুরুষ দল আয়ারল্যান্ডে সফর করতে আসছে। সেই সময়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার খেলা দেখতে মাঠে দর্শক ভর্তি হয়ে গিয়েছিল। আর পূর্বতন অভিজ্ঞতাকে দেখে ইতিমধ্যেই সাধারণ জনগণের জন্য টিকিট বিক্রি শুরু করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
এই গ্রীষ্মকালীন মরশুমটি সব থেকে বড় হতে চলেছে আয়ারল্যান্ডের জন্য। ভারত ছাড়াও নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে আয়ারল্যান্ড।