রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স? বিরাট কোহলি দিলেন বড় ইঙ্গিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ফিরতে চলেছেন মিস্টার ৩৬০ এবি ডি ভিলিয়ার্স? কার্যত সেই ইঙ্গিতই দিয়ে দিলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।
সম্প্রতি আরসিবির দানিশ সল্টের অভিনীত চরিত্র মিস্টার ন্যাগসের সাথে একটি সাক্ষাৎকারে, বিরাট কোহলি জানিয়েছেন যে তিনি ডি ভিলিয়ার্সকে কতটা মিস করেন এবং ইঙ্গিত দিয়েছেন ডি ভিলিয়ার্সের আরসিবিতে ফেরার সম্ভাবনা।
এই নিয়ে কোহলি বলেছেন, "আমি ওনাকে খুব মিস করি। আমি ওনার সাথে নিয়মিত কথা বলি। উনি আমায় মেসেজ করে যান। উনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন গলফ দেখার জন্য, আমার মনে হয় সেটি অগাস্টা মাস্টার্স হবে নামটা। তো সেখানে উনি বলেছিলেন যে সেটি তিনি বন্ধু ও পরিবারদের সাথে উপভোগ করছিলেন।"
এরপর কোহলি হেসে বলেন, "তাই আমরা নিয়মিত যোগাযোগ রাখি এবং উনি আরসিবির উপর নজর রাখছেন। আশা করি আগামী বছরে অনেকটা সময় নিয়ে আসবেন এখানে।"
এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির বন্ধুত্ব খুবই গভীর। ২০১১ সালে আরসিবিতে যোগ দেন এবিডি, এবং পরের ১১ মরশুম দুজনে এক সাথে দাপিয়ে খেলেছেন আরসিবির হয়ে।