ডেথ বোলার হিসেবে কলকাতা নাইট রাইডার্স ব্যবহার করতে পারে এই তারকাকে! দাবি ইরফান পাঠানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএল নিলামে একাধিক পুরোনো খেলোয়াড়কে দলে ফিরে এনেছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং ও বোলিংয়ের দিক থেকে যথেষ্ট ভারসাম্যযুক্ত দল দেখালেও প্রশ্ন উঠছে, ডেথ ওভারে কেকেআরের ভরসা হবেন কে?
শিবম মাভি, প্যাট কামিন্স ও উমেশ যাদবের মত তারকা পেসার থাকলেও কেউই ডেথ ওভার স্পেশালিস্ট নন। এদিকে আন্দ্রে রাসেল ডেথে ভালো বল করলেও ধারাবাহিকতার অভাব। এই পরিস্থিতিতে কেকেআরের ডেথ ওভার বোলিং সমস্যা নিয়ে এবার বড় বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
এক টিভি শোয়ে ইরফান বলেছেন, "কলকাতা নাইট রাইডার্সের যে বিষয়টি নিয়ে কথা বলা দরকার, তাহল তাদের ডেথ বোলিং। এবং আমার মনে হয় সেই সমস্যার সমাধান করা যায় বরুণ চক্রবর্তীকে ডেথ ওভারে দুটি ওভার দিলে। এটি একটি বড় সিদ্ধান্ত কারণ আপনার কাছে সুনীল নারাইন রয়েছে, যাকে পাওয়ারপ্লের পরেও বল করানো যায়, মাঝের ওভারেও করানো যায় এবং দুটি ওভার বরুণের জন্য রেখে দেওয়া যাবে। তবে অবশ্যই সেই দুটি ওভার যেন ডেথে থাকে।"
এরপর ইরফান বলেন, "তখন আমার মনে হয় বিষয়গুলি অনেক সহজ হয়ে যাবে। শিবম মাভি এক ওভার করতে পারবে, উমেশ যাদবও এক ওভার বল করতে পারবে। হয়ত আন্দ্রে রাসেল ফিট থাকলে দুই ওভার করতে পারবে, তবে আপনি যদি বরুণকে ডেথে কোথাও বল করার সুযোগ দিতে পারেন, তাহলে বর্তমান পরিস্থিতির থেকে অনেক ভালো দেখাবে।"