এই তারিখে ঘোষিত হবে আইপিএলের দুই নয়া দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের গভর্নিং কাউন্সিল নিশ্চয়তা দিয়েছে, আগামী বছরের টুর্নামেন্ট থেকে যে দুটি নতুন দল আসবে, তা জানা যাবে আগামী ২৫ অক্টোবর। মঙ্গলবার গভর্নিং কাউন্সিল একত্র হয়ে ঘোষণা করেছে, আসন্ন টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের পরের দিনই দুই নয়া আইপিএল দল ঘোষণা করা হবে।
এদিকে বিসিসিআই ২০২৩-২০২৭ চক্রে আইপিএলের মিডিয়া স্বত্ত্বাধিকারের টেন্ডার ছাড়বে, যা আইপিএলের দুই নয়া দল ঘোষণার পরেই হবে।
এর আগে, বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল যে টেন্ডার আমন্ত্রণের তারিখটি বাড়িয়ে ১০ অক্টোবর করে দিয়েছে, এর আগে শেষ তারিখ ছিল ৫ অক্টোবর।