করোনার আঁতুড়ঘর হয়ে ওঠা মুম্বই থেকে সরতে পারে আইপিএল, ভাবনায় এই দুই শহর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই দেশের একাধিক জায়গায় করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। আর এই দ্বিতীয় ঢেউয়ের বড় প্রভাব পড়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। এদিকে বাণিজ্যনগরী মুম্বইয়ে গত ২৪ ঘন্টায় নয় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর জেরে প্রশ্ন উঠছে, এবারের আইপিএল আদৌ অনুষ্ঠিত হবে মুম্বইয়ে?
আগামী ১০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল অবধি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এরই মাঝে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে জানিয়েছেন আগামী ৪৮ ঘন্টার পরিস্থিতি ঠিক না হলে রাজ্যে লকডাউন ঘোষিত হবে।
আর এর জেরে বিসিসিআই মুম্বই থেকে আইপিএল সরানোর ভাবনা শুরু করে দিয়েছে। বিসিসিআইয়ের সূত্র মারফত জানা গিয়েছে, হায়দ্রাবাদ এবং ইন্দোরকে মুম্বইয়ের স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে বোর্ড। যদিও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আশাবাদী, ওয়াংখেড়েতে হওয়া ম্যাচগুলি সরানো হবে না যেহেতু সেগুলি কঠোর জৈব সুরক্ষা বলয়ে খেলা হবে।
এই নিয়ে বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা বলেছেন, “আমরা চিন্তিত নই এমনটা বললে ভুল হবে। হ্যাঁ, চিন্তা তো রয়েইছে এবং আমরা আশা করছি ভালোর জন্য এবং প্রস্তুত রয়েছে খারাপের জন্য। এটি আমাদের হাতের বাইরে এবং আমরা কেবল আক্রান্তের সংখ্যা দেখতে পারি। যদি লকডাউন হয়, আমাদের পরিস্থিতি অনুযায়ী সেটি কাজ করতে হবে।“
এদিকে আইপিএলের যাবতীয় করোনা সংক্রমণ ঘটছে মুম্বইতে। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান নীতিশ রানা মুম্বইয়ে থাকাকালীন করোনা পজিটিভ হয়েছেন, দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার অক্ষর প্যাটেল করোনায় আক্রান্ত হয়েছেন, এদিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের আটজন মাঠকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।