এবার নিজের পছন্দমত ক্যামেরা অ্যাঙ্গেলে আইপিএল খেলা দেখতে পারবেন দর্শকরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজকের দিনে ক্রিকেট সম্প্রচারে নানা অত্যাধুনিক প্রযুক্তি এসেছে, যা সত্যিই অবাক করে দেওয়ার মত। একাধিক ক্যামেরা অ্যাঙ্গেলে এই দুর্দান্ত খেলার দৃশ্য উপভোগ করতে পারেন দর্শকরা। কিন্তু কেমন হয়, যদি খেলার সম্প্রচারটি কোন ক্যামেরা অ্যাঙ্গেলে দেখবেন, সেটি বাছার দায়িত্ব পড়ে যায় দর্শকদের?
এবার সেই প্রযুক্তিই আসতে চলেছে আগামী আইপিএলে। আসন্ন আইপিএলের ডিজিটাল রাইটস অধিগ্রহণ করেছে ভায়াকম ১৮। এবং এবার ওটিটি প্ল্যাটফর্মে আইপিএল দেখার সময়ে দর্শকরা বাছতে পারবেন, কোন ক্যামেরা অ্যাঙ্গেলে তারা খেলাটি দেখতে চান।
এই নিয়ে সোমবার রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, "বড় পার্থক্য আসবে কারণ জিও এয়ার ফাইবারের গিগাবিট স্পিডে, আমরা শুধু একটি ভিডিও স্ট্রিম নয়, একাধিক ভিডিও স্ট্রিম আনতে পারবে। যেখানে একই সাথে অসংখ্য ক্যামেরা অ্যাঙ্গেল দেখাবে, আর সেটি আল্ট্রা হাই ডেফিনিশনে। আর আমরা ইচ্ছামত বাছতে পারব কোন ক্যামেরা অ্যাঙ্গেলে আমরা নজর রাখব, যেখানে পাশাপাশি অন্য ভিডিও স্ট্রিমও চালু থাকবে। এতে প্রতিটা খেলার আরও গভীরে যাওয়া যাবে, এবং এটি মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতার থেকেও ভালো হবে।"
এছাড়া জিওর ফাইভ-জি পরিষেবার মাধ্যমে একাধিক ভিডিও কলের মাধ্যমে ওয়াচ পার্টি করা যাবে। স্টেডিয়ামে যেমন সবাই মিলে এক সাথে খেলা দেখা যায়, এই ওয়াচ পার্টির ক্ষেত্রে ভারতের যে কোনও প্রান্ত থেকে দর্শকরা এক সাথে একটি জায়গায় মিলিত হয়ে খেলা উপভোগ করতে পারবে।
গত জুন মাসে আইপিএল মিডিয়া স্বত্ত্বার নিলামে, ভায়াকম ১৮ তথা রিলায়েন্স ২৩৭৫৮ কোটি টাকা দিয়ে ভারতীয় উপমহাদেশে আইপিএলের ডিজিটাল স্বত্ত্বা এবং প্রতি মরশুমে ১৮ ম্যাচের নন-এক্সক্লুসিভ ডিজিটাল অধিকার লাভ করেছে।