ইংলিশ প্রিমিয়ার লিগকে টপকে দ্বিতীয় দামী ক্রীড়া লিগ হিসেবে উঠে আসতে চলেছে আইপিএল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উন্মাদনা ও উত্তেজনা তো সর্বজনবিদিত, কিন্তু তারই সাথে এই লিগের আর্থিক প্রাচুর্য্যও একাধিক বৈশ্বিক ক্রীড়া লিগদের হার মানাবে। আর এবার যা সম্ভাবনা, আইপিএল হতে চলেছে বিশ্বের দ্বিতীয় দামী ক্রীড়া লিগ।
এই মুহুর্তে প্রতি ম্যাচে ব্রডকাস্টিং ফিয়ের ক্ষেত্রে চতুর্থ দামী ক্রীড়া লিগ হিসেবে অবস্থা করছে আইপিএল। কিন্তু রবিবার মিডিয়া স্বত্ত্বাধিকারের ই-নিলামের পর এক লাফে দ্বিতীয় স্থানে উঠে আসবে আইপিএল।
কয়েক দিন আগে অ্যামাজন এই বিডিং থেকে সরে আসলেও, বর্তমানে ডিজনি স্টার, সোনি, জি ও ভায়াকম-রিলায়েন্সের মত হেভিওয়েটরা রয়েছে। আর এই ই নিলামে যদি বেস প্রাইজেও কোনও সংস্থা বিড জিতে নেয়, তাহলে ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টের মূল্য এক লাফে অনেকটা বাড়বে।
এই নিয়ে এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জয় শাহ বলেছেন, "বর্তমানে, একটি এনএফএল (ন্যাশনাল ফুটবল লিগ) এর ম্যাচের জন্য সম্প্রচারকারীদের ১৭ মিলিয়ন ডলার খরচ করতে হয়, যা ক্রীড়া লিগগুলির মধ্যে সর্বোচ্চ। এরপর রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, যা ১১ মিলিয়ন ডলার এবং মেজর লিগ বেসবলেরও প্রায় এক মূল্য।"
এরপর জয় শাহ বলেন, "গত পাঁচ বছরের চক্রে, আমরা নয় মিলিয়ন ডলার পেয়েছে এক একটি আইপিএল ম্যাচ থেকে। এবার, যদি সর্বনিম্ন বেস প্রাইজও ওঠে, বিসিসিআই ১২ মিলিয়ন ডলার করে পাবে প্রতি ম্যাচে। এটি বিশ্বমঞ্চে ভারতীয় ক্রিকেটের জন্য বড় একটি পদক্ষেপ। আমরা শুধু এনএফএলের পিছনে থাকব।"
এবং যদি নিলামে দর আরও বাড়ে, তাহলে হয়ত ন্যাশনাল ফুটবল লিগকে টপকে সব থেকে দামী ক্রীড়া লিগ হিসেবেও উঠে আসতে পারে আইপিএল।