আইপিএলে ক্রিকেটার ধরে রাখা নিয়ে ফ্র্যাঞ্চাইজি দলগুলির সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী মরশুমে আইপিএলের দলগুলিতে ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। কারণ চলতি আইপিএল শেষ হওয়ার পর আইপিএলের মেগা নিলাম আয়োজিত হবে। এবং এই মেগা নিলাম নিয়েই তৈরি হয়েছে বিতর্কের। খবর অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি দলগুলি বিসিসিআইকে ক্রিকেটার ধরে রাখার সংখ্যা বৃদ্ধির পরামর্শ দিয়েছে। প্রসঙ্গত শেষ মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজি দলগুলি মোট ৪ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল এবং একজন ক্রিকেটারকে আরটিএম কার্ডের মাধ্যমে ধরে রাখার সুযোগ পেয়েছিল। অর্থাৎ একটি দল মোট ৫জন ক্রিকেটারকে ধরে রাখতে পেরেছিল। তবে সেই সংখ্যাই পরিবর্তনের প্রচেষ্টায় ফ্র্যাঞ্চাইজি দলগুলি।
খবর অনুযায়ী, আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি দলকেই আগামী সপ্তাহে বৈঠকের জন্য ডেকে পাঠানো হয়েছে।
মূলত ৫ জন নয় ৮ জন ক্রিকেটারকে ধরে রাখার নিয়ম চাইছে আইপিএলের দলগুলি। সেক্ষেত্রে কিছুটা হলেও নিজেদের দল ধরে রাখতে সক্ষম হবে ফ্র্যাঞ্চাইজি গুলি।
এছাড়াও বর্তমানে প্রতিটি দলের স্যালারি ক্যাপ ৯০ কোটি টাকা। সেটাই বাড়িয়ে ১০০ কোটির আবেদন করেছে দলগুলি।