রিপোর্ট : এই তারিখে আয়োজিত হতে চলেছে আইপিএল ২০২৩ এর নিলাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগ্রহ শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে অত্যন্ত বেশি। তবে আইপিএলের মাঠের খেলাই শুধু নয়, নিলামের টেবিলে কোনও এক খেলোয়াড়কে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির দরাদরি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এবং আইপিএলের নিলামের জন্যও মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে আয়োজিত হবে আইপিএল ২০২৩ এর নিলাম। এদিকে আগামী বছর মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে আইপিএল।
আইপিএল ২০২২ মেগা নিলামে স্যালারি পার্সের পরিমাণ ছিল ৯০ কোটি টাকা। তবে এবারের আইপিএলে সেই পরিমাণ বেড়ে হতে চলেছে ৯৫ কোটি টাকা। তবে এবারের নিলামটি হবে মিনি সংস্করণের।
বলা বাহুল্য, তিন বছর পর হোম-অ্যাওয়ে ভিত্তিতে ফিরছে আইপিএল। গত ২২ সেপ্টেম্বর সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশনকে দেওয়া চিঠিতে বিদায়ী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, আসন্ন আইপিএল হবে ১০ দলীয় টুর্নামেন্ট, এবং প্রতিটা দল নিজেদের রাজ্যের মাঠে হোম ম্যাচ খেলবে।